Tuesday, 25 December 2012

হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখুন

হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখুন

আপনার কমপিউটারে ব্যক্তিগত অনেক তথ্য থাকতেই পারে, যেগুলো অন্যদের দেখাতে চান না। সেক্ষেত্রে আপনি চাইলে হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কমপিউটারে এটি খুব সহজেই করা যায়। এজন্য প্রথমে স্টার্ট মেনু থেকে Run-এ যেতে হবে। এরপর সেখানে Gpedit.mse লিখে Ok করুন। একটি Group Policy উইন্ডো আবির্ভূত হবে। এবার এই উইন্ডোর বাম পাশের User Configuration-এর Administrative Templates-এর ওপর ডাবল কিক করুন। এরপর একই উইন্ডোর ডান পাশে Windows Components-এর ওপর ডাবল কিক করুন। এবার Windows EXplorer-এর ওপর ডাবল ক্লিক করে Hide these specified drives in my computer-এর রাইট বাটন ক্লিক করুন। এখন Properties-এ ক্লিক করে Hide these specified drives in my Computer-এর নিচে Enable মার্ক করুন। এরপর যে ড্রাইভটি লুকাতে চান সেটি Pick one of the following combinations-এর নিচে সিলেক্ট করে দিন। এবার Apply, Ok দিয়ে বের হয়ে আসুন। ফলে আপনার নির্বাচন করা ড্রাইভটি লুকিয়ে পড়বে। যদি আবার ড্রাইভটি দেখতে চান তবে প্রথম থেকে একই পদ্ধতি অনুসরণ করে Enable-এর জায়গায় Not Configured বা Disabled মার্ক করে Apply, Ok দিয়ে বের হয়ে আসুন, তাহলে ড্রাইভটি আবার দেখতে পাবেন

No comments:

Post a Comment