Thursday, 7 February 2013

untethered jailbreak for all iPhone, iPod touch, iPad and iPad mini models running iOS 6.0 through 6.1

কাল রাতেই বের হল  iPhone, iPod touch, iPad and iPad mini এর জেলব্রেক। এই  জেলব্রেক করা পানি এর মত সোজা, প্রথমে ডাউনলোড করুন । এর পর আপনার ডিভাইসটি Itunes দিয়ে ব্যাকআপ করুন। জাতে কোন সমস্যা হলে restore করা যায়। passcode disable  করুন (যদি থাকে) ।
ডাউনলোড করা zip ফাইলটি খুলুন, এবার   evasi0n ফাইলটি খুলুন। আপনার ডিভাইসটি usb তে connect করুন (itunes জাতে চালু না থাকে।)।
এইবার jailbreak এ ক্লিক করুন। তারপর যা যা করতে বলবে তা তা করুন। এই সময় অযথা ডিভাইসটি টিপা টিপি করবেন না। সবচেয়ে ভাল হয় কম্পিউটার এ কোন কাজ এ  না করা শেষ না হউয়া পর্যন্ত।
Supported Device:
  •  iPhone 5,
  • iPhone 4S,
  • iPhone 4,
  • iPhone 3GS,
  • iPad 4,
  • iPad 3,
  • iPad 2,
  •  iPad mini,
  •  iPod touch 4,
  •  iPod touch 5  ( সব ডিভাইস iOS ৬.০-৬.১ হতে হবে )
Source : http://evasi0n.com/
সাথে থাকুন কয়েকদিন পর Cydia নিয়া কিছু tune করব । ৪ তারিখ থেকে এই পর্যন্ত ১.৭ মিলিয়ন ডিভাইস জাইল্ব্রেয়াক করা হয়েছে। তাই Cydia sarver একটু error আসে। ২-৩ দিন এর মধ্যে ঠিক হবে যাবে। এই মুহূর্তে cydia থেকে ডাউনলোড slow হবে চিন্তা এর কারন নাই।


Requirements

  • 5 minutes of your time!
  • A computer, running Windows (XP minimum), Mac OS X (10.5 minimum) or Linux (x86 / x86_64)
  • An iPhone, iPad or iPod running iOS 6.0 through 6.1 (you may check in Settings / General / About => Version)
  • A USB cable to connect the device to the computer
(আপনার ভুল এর কারনে ডিভাইস নষ্ট হলে আমি দায়ী নই)

No comments:

Post a Comment